পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৩: ৫৯
Thumbnail image

এক সপ্তাহ পর শুরু হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এর বিদ্যুৎ উৎপাদন। গতকাল সোমবার বিকেলে ইউনিটটি চালু করা হয়। এই কেন্দ্র থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 

এর আগে গত ২৪ জুন বিকেল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে তীব্র লোডশেডিং হয় দক্ষিণাঞ্চলে। তবে এই কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় লোডশেডিং অনেকটা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ও স্থানীয়রা। 

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহ মনি জিকো বলেন, ‘আমাদের ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। তবে দেশের তথা এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকেলে ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত