ভোলায় জবাই করা হরিণ উদ্ধার, ৪ জনের বিরুদ্ধে মামলা 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৯: ৫৫

ভোলার চরফ্যাশন থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানার চর নিজাম এলাকার কালকিনি বিট অফিসের উত্তরে পুরোনো কেওড়া ম্যানগ্রোভ বন থেকে হরিণটি উদ্ধার করা হয়। 

আজ রোববার সকালে কেটা বাচ্চুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে এ ঘটনায় বন্য প্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মকর্তা এসএম আমির হামজা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

কালকিনি বিট অফিসার এসএম আমির হামজা আজকের পত্রিকাকে বলেন, ওই বাগানে একই এলাকার চিহ্নিত প্রাণি শিকারি বাচ্চুর নেতৃত্বে নাঈন উদ্দিন, নিরবসহ ১০-১২ জন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এ সময় তাঁর নেতৃত্বে টহলরত বনকর্মীরা ধাওয়া করলে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গতকাল শনিবার গভীর রাতে জবাই করা হরিণটি মাটিতে পুতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত