Ajker Patrika

তরুণের চড় খেয়ে তরুণীর কীর্তনখোলায় ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তরুণের চড় খেয়ে তরুণীর কীর্তনখোলায় ঝাঁপ

তরুণের চড় খেয়ে নৌবন্দরে নোঙরে থাকা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। বরিশাল নৌবন্দরে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল–ঢাকা রুটের এমভি মানামী লঞ্চে এ ঘটনা ঘটে।

এ সময় টার্মিনালে অবস্থান করা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

ওসি আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, তরুণ ও তরুণী লঞ্চের নিচতলার সামনের অংশে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। একপর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। কী কারণে এই ঘটনা তা আমরা জানি না।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা মারুফ বলেন, প্রথমে দু’জন উচ্চ স্বরে কথা বলছিলেন। একপর্যায়ে তরুণটি থাপ্পড় দিলে মেয়েটি নদীতে ঝাঁপ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত