Ajker Patrika

দশমিনায় শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯: ৫২
দশমিনায়  শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

পটুয়াখালীর দশমিনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের কাশেম মৃধার ছেলে সিরাজ মৃধার সঙ্গে একই এলাকার আশেক আলীর ছেলে আশ্রাব আলীসহ ছয়জনের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন আশ্রাব আলীর লোকজন বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে সিরাজ মৃধার লোকজন বাধা দেন। এরপর আশ্রাব আলীর লোকজন প্রতিপক্ষকে কুপিয়ে জখম করেন। হামলায় সিরাজ মৃধা, তাঁর ছেলে, নাতিসহ পাঁচজন আহত হন।

এ বিষয়ে আশ্রাব আলী দাবি করেন, প্রতিপক্ষ বিরোধপূর্ণ জমি চাষাবাদ করতে গিয়েছিলেন। এ কারণে হামলায় তাঁদের ছয়জন আহত হয়েছেন। দশমিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার (ওসি) আনোয়ার হোসেন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে মারামারির বিষয়ে জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত