Ajker Patrika

বিএনপি ছেড়ে যাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ, বাদ পড়লেন এমপি হারুন

ঝালকাঠি সংবাদদাতা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০: ০৮
বিএনপি ছেড়ে যাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ, বাদ পড়লেন এমপি হারুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিএনপির সদস্য সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নৌকা প্রতীকে লড়বেন। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র।

দুটি আসনে বাতিল হওয়া অন্য প্রার্থিরা হলেন ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির, জাতীয় পার্টির এজাজুল হক, স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন, নুরুল আলম ও ব্যারিস্টার আবুল কাশেম মো. ফকরুল ইসলাম। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দীন ইমরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাই অনুষ্ঠানে আলোচিত প্রার্থী মেজর (অব.) মুহাম্মদ শাহজাহান ওমর এসে কিছুক্ষণ থেকে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে চলে যান।

ঝালকাঠি-১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ছয়জনের ও ঝালকাঠি-২ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত