Ajker Patrika

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৮
ঝালকাঠিতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবকেরা ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠিতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবকেরা ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে কাণ্ডপাশা গোয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলিনা রানীর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা ও এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।  

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মলিনা রানী স্কুলে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। তিনি নিয়মিত স্কুলে আসেন না। স্কুলে সরকারি বরাদ্দ করা অর্থ স্কুলের জন্য ব্যয় করেন না। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।

বক্তারা আরও বলেন, প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম–দুর্নীতি করলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ তাঁকে এই স্কুল থেকে অপসারণ করতে হবে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মলিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’  

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার কল ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত