বরগুনা প্রতিনিধি
মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি বরগুনায় ফিরছিলেন বায়িং হাউসের কর্মকর্তা ইসমাইল হোসেন। লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে উদ্ধারকারীদের একজন লাথি দিয়ে নদীতে ফেলে দেয় এক মেয়ে লামিয়াকে। পরে নদী থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর দগ্ধ হয়েছে লামিয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ইসমাইলের মা মমতাজ বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মুহূর্তেই ইসমাইল হোসেন হারিয়ে ফেলেছেন তাঁর স্ত্রী রাজিয়া ও ছোট মেয়ে নুসরাতকে।
সপরিবারে ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুলে থাকেন ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে। মেয়ে লামিয়া অষ্টম শ্রেণি আর নুসরাত দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ইসমাইল হোসেন বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি করছে। আমি তখন বোধশূন্য অবস্থা। একদিকে বৃদ্ধ মা, সঙ্গে শিশুকন্যা ও স্ত্রী। দ্রুত ছুটে যাই নিচে। লাইফ বয়া নিয়ে ফিরে এসে দেখি আমার মা ছাড়া আর কেউ সেখানে নেই। তখন আগুনে ছেয়ে গেছে গোটা লঞ্চ। মাকে নিয়ে কোনোমতে উদ্ধারকারী ট্রলারে উঠে তীরে আসি। মাকে তীরে রেখে ট্রলারে করে খুঁজতে যাই আমার স্ত্রী ও সন্তানদের। কিন্তু কোথাও খুঁজে পাইনি। সকালে হাসপাতালে খুঁজে পাই মেয়ে লামিয়াকে। লামিয়ার মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে। আর মায়ের দুই হাত আগুনে পুড়ে বাঁকা হয়ে গেছে। তাদের দুজন চিকিৎসাধীন। ছোট মেয়ে নুসরাত আর স্ত্রী রাজিয়াকে খুঁজে পাইনি।’
ইসমাইল জানান, লামিয়ার সামনেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কেউ একজন লাথি মেরে পানিতে ফেলে দেয় তাকে। পরে উদ্ধারকারী ট্রলারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরগুনায় গ্রামের বাড়িতে থাকা ইসমাইল হোসেনের বড় মেয়ে তানজিলা ইমু বলে, ‘রাত সাড়ে ১১টার দিকে বাবা-মা ও বোনদের সঙ্গে ফোনে কথা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাবা ফোন করে বলেন, “লঞ্চে আগুন লেগেছে, মা দোয়া করিস”, বলেই লাইন কেটে দেন। এরপর অনেক চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে বাবা কল রিসিভ করলে চিৎকার ছাড়া কিছু শুনিনি। সকালে বাবা, দাদি ও মেজ বোনের খোঁজ মিললেও মা আর ছোট বোন নুসরাতের এখনো খোঁজ পাইনি।’
মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি বরগুনায় ফিরছিলেন বায়িং হাউসের কর্মকর্তা ইসমাইল হোসেন। লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে উদ্ধারকারীদের একজন লাথি দিয়ে নদীতে ফেলে দেয় এক মেয়ে লামিয়াকে। পরে নদী থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর দগ্ধ হয়েছে লামিয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ইসমাইলের মা মমতাজ বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মুহূর্তেই ইসমাইল হোসেন হারিয়ে ফেলেছেন তাঁর স্ত্রী রাজিয়া ও ছোট মেয়ে নুসরাতকে।
সপরিবারে ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুলে থাকেন ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে। মেয়ে লামিয়া অষ্টম শ্রেণি আর নুসরাত দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ইসমাইল হোসেন বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি করছে। আমি তখন বোধশূন্য অবস্থা। একদিকে বৃদ্ধ মা, সঙ্গে শিশুকন্যা ও স্ত্রী। দ্রুত ছুটে যাই নিচে। লাইফ বয়া নিয়ে ফিরে এসে দেখি আমার মা ছাড়া আর কেউ সেখানে নেই। তখন আগুনে ছেয়ে গেছে গোটা লঞ্চ। মাকে নিয়ে কোনোমতে উদ্ধারকারী ট্রলারে উঠে তীরে আসি। মাকে তীরে রেখে ট্রলারে করে খুঁজতে যাই আমার স্ত্রী ও সন্তানদের। কিন্তু কোথাও খুঁজে পাইনি। সকালে হাসপাতালে খুঁজে পাই মেয়ে লামিয়াকে। লামিয়ার মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে। আর মায়ের দুই হাত আগুনে পুড়ে বাঁকা হয়ে গেছে। তাদের দুজন চিকিৎসাধীন। ছোট মেয়ে নুসরাত আর স্ত্রী রাজিয়াকে খুঁজে পাইনি।’
ইসমাইল জানান, লামিয়ার সামনেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কেউ একজন লাথি মেরে পানিতে ফেলে দেয় তাকে। পরে উদ্ধারকারী ট্রলারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরগুনায় গ্রামের বাড়িতে থাকা ইসমাইল হোসেনের বড় মেয়ে তানজিলা ইমু বলে, ‘রাত সাড়ে ১১টার দিকে বাবা-মা ও বোনদের সঙ্গে ফোনে কথা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাবা ফোন করে বলেন, “লঞ্চে আগুন লেগেছে, মা দোয়া করিস”, বলেই লাইন কেটে দেন। এরপর অনেক চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে বাবা কল রিসিভ করলে চিৎকার ছাড়া কিছু শুনিনি। সকালে বাবা, দাদি ও মেজ বোনের খোঁজ মিললেও মা আর ছোট বোন নুসরাতের এখনো খোঁজ পাইনি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
৩৯ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে