গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৫) বাদী হয়ে বিএনপির তিন নেতাসহ চারজনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই রাতেই সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন (৫৬), পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৪) ও সদস্য এস. এম. সজীব শরীফ (৩৮) এবং নাজমুল হাসান মিঠু খান (৪৪)।
জামিল সিকদার এজাহারে উল্লেখ করেছেন, নাজমুল হাসান মিঠু খান গত ১৮ অক্টোবর বিকেলে আমার মোবাইল ফোনে কল করে বলে ‘তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামী লীগের আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না’। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান।
জামিল সিকদার এজাহারে আরও উল্লেখ করেছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও তাঁর একান্ত সহযোগী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, নাজমুল হাসান মিঠু খান এবং জাকিরের খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পেছনে আমার বাসায় গিয়ে ওই দুই লাখ টাকা আবারও দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে মারধর করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ সময় তাঁরা জানান, আবারও টাকা নিতে আসবেন।
ওসি ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদী হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। ওই রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে আজ বুধবার সকালে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠিয়েছে।
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৫) বাদী হয়ে বিএনপির তিন নেতাসহ চারজনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই রাতেই সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন (৫৬), পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৪) ও সদস্য এস. এম. সজীব শরীফ (৩৮) এবং নাজমুল হাসান মিঠু খান (৪৪)।
জামিল সিকদার এজাহারে উল্লেখ করেছেন, নাজমুল হাসান মিঠু খান গত ১৮ অক্টোবর বিকেলে আমার মোবাইল ফোনে কল করে বলে ‘তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামী লীগের আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না’। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান।
জামিল সিকদার এজাহারে আরও উল্লেখ করেছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও তাঁর একান্ত সহযোগী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, নাজমুল হাসান মিঠু খান এবং জাকিরের খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পেছনে আমার বাসায় গিয়ে ওই দুই লাখ টাকা আবারও দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে মারধর করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ সময় তাঁরা জানান, আবারও টাকা নিতে আসবেন।
ওসি ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদী হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। ওই রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে আজ বুধবার সকালে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠিয়েছে।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে