Ajker Patrika

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৩: ০৬
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। আজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্ব সুজনকাঠি হাজি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রওশনা বেগম। তিনি পূর্ব পতিহার গ্রামের ভ্যানচালক মান্নান সরদারের স্ত্রী। 

জানা গেছে, ভ্যানচালক দম্পতি পতিহার থেকে রাজিহার এলাকায় রওনা দেন। পথে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্বের একটি এতিমখানার সামনে গেলে তাঁদের ভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা নিহতের স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত