নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে পরিতোষ মিস্ত্রী (৬২) নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পশ্চিম জৌসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এ নির্বাচনী সহিংসতা ঘটে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল (৫৮), মিল্টন মজুমদার (৪২), পার্থ বিশ্বাস (৩০) ফয়সাল সিকদার (২৮), মো. সাইফুলসহ ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ফয়সাল সিকদার ও মো. সাইফুলকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন এ সব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, পরিতোষ মিস্ত্রীর সঙ্গে আশিষ বড়ালের শত্রুতা ছিল। এদিকে সদ্য শেষ হওয়া নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে পরিতোষ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস এম মুইদুল ইসলামের পক্ষে কাজ করেছেন। অন্যদিকে আশিষ বড়াল আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেন। নির্বাচনে আব্দুল হক বিজয়ী হওয়ার পর বুধবার দুপুরে আশিষ কুমার বড়াল তাঁর দলবল নিয়ে পরিতোষের ওপর অতর্কিত হামলা চালান। এতে পরিতোষের মাথা জখম হয় এবং নাক ফেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর বলেন, ‘নির্বাচনে আব্দুল হক বিজয়ী হলে তাঁর সমর্থক আশিষ কুমার দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’
মামলার ১ নম্বর আসামি আশিষ কুমার বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিতোষ নির্বাচনের সময় বলেছে, মোটরসাইকেল নির্বাচিত হলে আমাকে দেখিয়ে দেবে। নির্বাচনের পরদিন তাকে ধরে বিষয়টি জানতে চেয়েছি। এ সময় তার সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। বাকি সব মিথ্যা।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, নির্বাচন ও বাদীর সঙ্গে আসামিদের পূর্বশত্রুতার বিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে। পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে বুধবার রাতে ৯ জনকে আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে পরিতোষ মিস্ত্রী (৬২) নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পশ্চিম জৌসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এ নির্বাচনী সহিংসতা ঘটে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল (৫৮), মিল্টন মজুমদার (৪২), পার্থ বিশ্বাস (৩০) ফয়সাল সিকদার (২৮), মো. সাইফুলসহ ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ফয়সাল সিকদার ও মো. সাইফুলকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন এ সব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, পরিতোষ মিস্ত্রীর সঙ্গে আশিষ বড়ালের শত্রুতা ছিল। এদিকে সদ্য শেষ হওয়া নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে পরিতোষ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস এম মুইদুল ইসলামের পক্ষে কাজ করেছেন। অন্যদিকে আশিষ বড়াল আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেন। নির্বাচনে আব্দুল হক বিজয়ী হওয়ার পর বুধবার দুপুরে আশিষ কুমার বড়াল তাঁর দলবল নিয়ে পরিতোষের ওপর অতর্কিত হামলা চালান। এতে পরিতোষের মাথা জখম হয় এবং নাক ফেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর বলেন, ‘নির্বাচনে আব্দুল হক বিজয়ী হলে তাঁর সমর্থক আশিষ কুমার দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’
মামলার ১ নম্বর আসামি আশিষ কুমার বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিতোষ নির্বাচনের সময় বলেছে, মোটরসাইকেল নির্বাচিত হলে আমাকে দেখিয়ে দেবে। নির্বাচনের পরদিন তাকে ধরে বিষয়টি জানতে চেয়েছি। এ সময় তার সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। বাকি সব মিথ্যা।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, নির্বাচন ও বাদীর সঙ্গে আসামিদের পূর্বশত্রুতার বিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে। পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে বুধবার রাতে ৯ জনকে আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৩০ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে