হিমাগারে জাল রাখতে গিয়ে প্রাণ গেল জেলের

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ৪২
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০: ০৩

ভোলার দৌলতখানে পরিত্যক্ত হিমাগারে ইলিশ জাল রাখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমাম হোসেন (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে পৌর ৮ নম্বর ওয়ার্ডে ইলিশ জাল মেরামতকাজ শেষে পরিত্যক্ত একটি হিমাগারে রাখার সময় এ ঘটনা ঘটে। 

ইমাম হোসেন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাদের মাঝির ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে পৌর ৮ নম্বর ওয়ার্ডে ইলিশ জাল মেরামতকাজ শেষে পরিত্যক্ত একটি হিমাগারের দোতলায় জাল রাখছিলেন ইমাম। এ সময় ভবনের ছাদে বিদ্যুতের একটি তার ঝুলে থাকতে দেখে সেটি সরাতে যান তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দৌলতখান পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. সাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল বিদ্যুৎ কার্যালয়ের কাছাকাছি। তবুও ভবনের ছাদে বিদ্যুতের তার ঝুলে থাকার কথা ভবনমালিক বিদ্যুৎ কার্যালয়কে জানাননি। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত