লালমোহনে চরাঞ্চলের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ২৫

ভোলার লালমোহনের চর কচুয়াখালী ও শাহজালালের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চললেও দুই চরের শিশুরা এ থেকে বঞ্চিত রয়েছে। 

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাওয়ার আওতায় রয়েছে ২৭২ জন শিশু। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। অপরদিকে, চর শাহজালালে শিশু আছে প্রায় ৫০ জন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল না পাওয়ায় চরবাসীদের অবহেলার দৃষ্টিতে দেখছেন বলে মনে করছেন লালমোহনের বাসিন্দারা। 

অন্যদিকে, উপজেলা সদরে করোনা টিকা প্রদান কার্যক্রম চলমান থাকলেও লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও শাহজালালের বাসিন্দাদের কাছে সে খবর পৌঁছেনি। এতে ওই দুই চরের মানুষের মাঝে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। চরগুলোতে যেন খুব শিগগিরই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয় এ দাবি জানিয়েছেন চরবাসীরা। 

চর কচুয়াখালীর শিশুরা ধানখেতে খেলা করছেচর কচুয়াখালীর কয়েকজন বাসিন্দা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুলসহ অন্যান্য স্বাস্থ্য সেবা থেকে আমাদের শিশুরা বঞ্চিত রয়েছে। এতে তাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ফলে চরম ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এ চরের শিশুরা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদানসহ শিশুদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান বলেন, শিগগিরই চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ করোনা টিকা প্রদান করা হবে। 

তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি তার সঠিক উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত