Ajker Patrika

লালমোহনে চরাঞ্চলের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহনে চরাঞ্চলের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ভোলার লালমোহনের চর কচুয়াখালী ও শাহজালালের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চললেও দুই চরের শিশুরা এ থেকে বঞ্চিত রয়েছে। 

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাওয়ার আওতায় রয়েছে ২৭২ জন শিশু। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। অপরদিকে, চর শাহজালালে শিশু আছে প্রায় ৫০ জন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল না পাওয়ায় চরবাসীদের অবহেলার দৃষ্টিতে দেখছেন বলে মনে করছেন লালমোহনের বাসিন্দারা। 

অন্যদিকে, উপজেলা সদরে করোনা টিকা প্রদান কার্যক্রম চলমান থাকলেও লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও শাহজালালের বাসিন্দাদের কাছে সে খবর পৌঁছেনি। এতে ওই দুই চরের মানুষের মাঝে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। চরগুলোতে যেন খুব শিগগিরই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয় এ দাবি জানিয়েছেন চরবাসীরা। 

চর কচুয়াখালীর শিশুরা ধানখেতে খেলা করছেচর কচুয়াখালীর কয়েকজন বাসিন্দা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুলসহ অন্যান্য স্বাস্থ্য সেবা থেকে আমাদের শিশুরা বঞ্চিত রয়েছে। এতে তাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ফলে চরম ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এ চরের শিশুরা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদানসহ শিশুদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান বলেন, শিগগিরই চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ করোনা টিকা প্রদান করা হবে। 

তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি তার সঠিক উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত