আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারি ও তাঁর সহযোগীদের হামলায় ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ত্বোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মারধরের ঘটনা ঘটেছে গত সোমবার রাত ১০টার দিকে আমতলী পৌর শহরের সদর রোডের সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সামনে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত সোমবার রাত ১০টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতা সুনাম দেবনাথের সঙ্গে পৌর শহরের সদর রোডের সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরে যান। মন্দির থেকে বের হতেই ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারি ও তাঁর সহযোগী রাহাতসহ ১০-১২ জন রিফাতের ওপর হামলা চালায়। এতে রিফাত মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
রিফাতকে রক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় তারা। এতে শহীদুল ইসলাম, মেহেদী ও রাহাত নামে তিনজন কর্মী আহত হন।
আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
রিফাতের অভিযোগ, রাজনীতি করতে হলে কিশোর গ্যাং নেতা ত্বোহা বিহারিকে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন তিনি। দেড় মাস আগে ত্বোহা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় কিশোর গ্যাং দিয়ে হামলা করিয়েছেন।
এদিকে ঘটনার পরপরই ত্বোহা ও তাঁর সহযোগীরা পালিয়েছেন। ত্বোহার শাস্তি দাবিতে সোমবার রাতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেন।
ত্বোহা বিহারি আমতলী পৌর শহরের মিঠা বাজার এলাকার শামিম বিহারির ছেলে। তিনি এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। তাঁর নামে আমতলী থানায় পাঁচটি মামলা রয়েছে।
এ ব্যাপারে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাওহিদুল ইসলাম বলেন, ‘আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারি ও তাঁর সহযোগীদের হামলায় ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ত্বোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মারধরের ঘটনা ঘটেছে গত সোমবার রাত ১০টার দিকে আমতলী পৌর শহরের সদর রোডের সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সামনে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত সোমবার রাত ১০টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতা সুনাম দেবনাথের সঙ্গে পৌর শহরের সদর রোডের সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরে যান। মন্দির থেকে বের হতেই ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারি ও তাঁর সহযোগী রাহাতসহ ১০-১২ জন রিফাতের ওপর হামলা চালায়। এতে রিফাত মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
রিফাতকে রক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় তারা। এতে শহীদুল ইসলাম, মেহেদী ও রাহাত নামে তিনজন কর্মী আহত হন।
আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
রিফাতের অভিযোগ, রাজনীতি করতে হলে কিশোর গ্যাং নেতা ত্বোহা বিহারিকে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন তিনি। দেড় মাস আগে ত্বোহা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় কিশোর গ্যাং দিয়ে হামলা করিয়েছেন।
এদিকে ঘটনার পরপরই ত্বোহা ও তাঁর সহযোগীরা পালিয়েছেন। ত্বোহার শাস্তি দাবিতে সোমবার রাতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেন।
ত্বোহা বিহারি আমতলী পৌর শহরের মিঠা বাজার এলাকার শামিম বিহারির ছেলে। তিনি এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। তাঁর নামে আমতলী থানায় পাঁচটি মামলা রয়েছে।
এ ব্যাপারে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাওহিদুল ইসলাম বলেন, ‘আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে