ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি সংবাদদাতা
আপডেট : ২৮ জুন ২০২৪, ২১: ০৩
Thumbnail image

ঝালকাঠির রাজাপুরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে। 

লিয়ন কাটাখালী বাজারের বাসিন্দা ও মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। 

নিহতের বাবা শাহ আলম অভিযোগ করেন, বিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে লিয়ন ও অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজীব, হাসান, লিখন, চয়ন, রাজীব, রহমান কাজীর ছেলে দুলাল কাজী, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিকসহ ১৫-২০ জন লোক। হামলায় লিয়ন গুরুতর জখম হন। 

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার আরও অবনতি হয়। 

পরে শেবাচিমে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত