Ajker Patrika

ভোটারদের প্রভাবিত করতে ইজিবাইকে নম্বরপ্লেট: ডা. মনিষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯: ০৫
ভোটারদের প্রভাবিত করতে ইজিবাইকে নম্বরপ্লেট: ডা. মনিষা

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ডা. মনিষা বলেন, শুধু বরিশালের চালকদের নম্বরপ্লেট দিচ্ছে বিসিসি। এর মাধ্যমে আসন্ন সিটি নির্বাচনে ইজিবাইকচালক ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপর দিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক বৈধ যানবহন ঘোষণা করেছেন উচ্চ আদালত। যান্ত্রিক এই যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার হচ্ছে বিআরটিএর। কিন্তু চালকদের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের লাইসেন্স দিচ্ছে বিসিসি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ সহস্রাধিক ইজিবাইকচালক রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা শুধু বরিশাল নগরীর ভোটার তাঁদের গত ২৬ মার্চ ঘটা করে নম্বরপ্লেট ও ব্লু বুক প্রদান করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে নম্বরপ্লেটপ্রাপ্ত চালকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না। 

ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইকচালকদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি।

বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকেরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত