আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।
গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।
গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান শরীফ জহির এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর এবং লকার বা ভল্ট থেকে সম্পদ স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২৫ মিনিট আগেদিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে‘প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু তারা যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না।’
১ ঘণ্টা আগেনরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশের শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে