আগৈলঝাড়ায় পুকুরে গোসলে নেমে শিশু নিখোঁজ, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৪: ০৯
Thumbnail image
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।

গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত