রাজাপুরে ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৬: ০৩
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৬: ০৮

ঝালকাঠির রাজাপুরে দুই কাঠ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ, পারভেজ হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল, দেলেয়ারসহ কয়েকজন মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের পা ভেঙে দেন। তা ছাড়া আরেক কাঠ ব্যবসায়ী রশিদ মিয়াকেও মারধর করা হয়। 

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ হান্নান ও তাঁর ছেলে নাবিলকে গ্রেপ্তার করে। তবে অন্য আসামিরা এখনো অধরা রয়ে গেছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করে থাকে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ সময় গ্রেপ্তারের পর তাঁদের কঠোর বিচারেরও দাবি জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত