বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেতাগীসহ জেলায় সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তবে এ নির্বাচনে ভোটারদের চেয়ে ভোটকেন্দ্র এলাকায় প্রার্থীর সমর্থকদের উপস্থিতি বেশি। এতে বিপাকে পড়তে হচ্ছে ভোটারদের।
সরেজমিনে বেতাগী উপজেলার একমাত্র ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, পৌর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে কেন্দ্রের মূল গেট ও আশপাশে বিপুলসংখ্যক প্রার্থীদের কর্মী সমর্থকেরা অবস্থান নিয়েছেন। এ কারণে কেন্দ্রে প্রবেশে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোটারদের।
ভোটাররা জানান, জেলা পরিষদ নির্বাচনে তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। কিন্তু কেন্দ্র এলাকায় প্রচুর কর্মী সমর্থক অবস্থান করেছে। এতে তাঁদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার বলেন, বেতাগী থেকে ২ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুশৃঙ্খল ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। উপজেলায় ১০৬ জন ভোটার রয়েছে, দুজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র এবং আশপাশে পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা কর্মরত আছেন।
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেতাগীসহ জেলায় সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তবে এ নির্বাচনে ভোটারদের চেয়ে ভোটকেন্দ্র এলাকায় প্রার্থীর সমর্থকদের উপস্থিতি বেশি। এতে বিপাকে পড়তে হচ্ছে ভোটারদের।
সরেজমিনে বেতাগী উপজেলার একমাত্র ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, পৌর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে কেন্দ্রের মূল গেট ও আশপাশে বিপুলসংখ্যক প্রার্থীদের কর্মী সমর্থকেরা অবস্থান নিয়েছেন। এ কারণে কেন্দ্রে প্রবেশে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোটারদের।
ভোটাররা জানান, জেলা পরিষদ নির্বাচনে তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। কিন্তু কেন্দ্র এলাকায় প্রচুর কর্মী সমর্থক অবস্থান করেছে। এতে তাঁদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার বলেন, বেতাগী থেকে ২ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুশৃঙ্খল ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। উপজেলায় ১০৬ জন ভোটার রয়েছে, দুজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র এবং আশপাশে পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা কর্মরত আছেন।
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৫ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে