রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতা মামলা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৬
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৩

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে আদালতের নির্দেশে দ্রুতবিচার আইনে রাজাপুর থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ ও সাগর শরীফ। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মামলার আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করলে গত ৫ আগস্ট দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় তাঁরা গুম, খুন, জখমের হুমকি দিয়ে যান বলে বাদী এজাহারে উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার আদালতে মামলাটি করা হয়।

এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা বিএনপির সভাপতিসহ ১৪ জনের নামে আদালতের নির্দেশে গতকাল একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত