২ দিনের সরকারি সফরে পটুয়াখালীতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
Thumbnail image

দুদিনের সরকারি সফরে পটুয়াখালী জেলায় গিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার সকালে তিনি পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পটুয়াখালী-১ আসনের সাংসদ শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। 

এরপর মন্ত্রী সেখান থেকে কলাপাড়ায় যান। সেখানে বিএফআরআই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস ও গবেষণাগার ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে বিএফডিসি এর নবনির্মিত আলীপুর এবং মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন করেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, আজ সোমবার মন্ত্রী কুয়াকাটায় থাকবেন এবং আগামীকাল সকালে মন্ত্রী বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা ত্যাগ করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত