পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
টেকসই বাংলাদেশ গড়তে স্মার্ট হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের আহ্বান জানিয়েছেন। এর একটি তাৎপর্য আছে। এমন ধরনের মানবসম্পদ তৈরি করা, যুবসমাজ তৈরি করা, যে মানুষগুলো হবে অনেক উদার, অনেক অসাম্প্রদায়িক চেতনার, অনেক মানবিক। যে মানুষগুলো হবে জ্ঞানে ও শিক্ষায় দক্ষ। যে জ্ঞানে অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ থাকবে।’
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ শুক্রবার উপাচার্য এসব কথা বলেন। স্কুল চত্বরে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
মিলনমেলায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হন। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের যোগ দিয়ে গান পরিবেশনের কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এই বিদ্যালয়ের সভাপতি ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর ছাত্রজীবনের অনেক স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির খান, সিভিল অ্যাভিয়েশনের পরিচালক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
১৯৪৯ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের উদ্দেশে উপাচার্য আক্তারুজ্জামান বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। যে শিক্ষা নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করে, সেই শিক্ষা হবে সবচেয়ে টেকসই। ওই শিক্ষা সবচেয়ে টেকসই হয়, যে শিক্ষা নানা ধরনের কাজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়। আজকের যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের মধ্য থেকে বর্তমান শিক্ষার্থীরা যা শিখবে, অনেক বছর নানা ধরনের বই পড়েও তা শিখতে পারবে না। একটি ঘটনার মধ্য দিয়ে, একটি আয়োজনের মধ্য দিয়ে, একটি অনুষ্ঠানের মাধ্যমে একজন শিক্ষার্থী নানা বিষয়ে জানতে পারল কীভাবে একটি অনুষ্ঠান সাজাতে হয়, কীভাবে নানা ধরনের ব্যবস্থাপনা থাকতে হয়, কী কী উপাদান থাকতে হয়। এটি প্রায়োগিক বিদ্যা, প্রায়োগিক জ্ঞান।’
অনুষ্ঠানে প্রতিবছর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রতি গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, এই বিদ্যালয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রয়োজন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডে দুই লাখ টাকার একটি চেক দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান।
টেকসই বাংলাদেশ গড়তে স্মার্ট হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের আহ্বান জানিয়েছেন। এর একটি তাৎপর্য আছে। এমন ধরনের মানবসম্পদ তৈরি করা, যুবসমাজ তৈরি করা, যে মানুষগুলো হবে অনেক উদার, অনেক অসাম্প্রদায়িক চেতনার, অনেক মানবিক। যে মানুষগুলো হবে জ্ঞানে ও শিক্ষায় দক্ষ। যে জ্ঞানে অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ থাকবে।’
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ শুক্রবার উপাচার্য এসব কথা বলেন। স্কুল চত্বরে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
মিলনমেলায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হন। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের যোগ দিয়ে গান পরিবেশনের কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এই বিদ্যালয়ের সভাপতি ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর ছাত্রজীবনের অনেক স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির খান, সিভিল অ্যাভিয়েশনের পরিচালক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
১৯৪৯ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের উদ্দেশে উপাচার্য আক্তারুজ্জামান বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। যে শিক্ষা নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করে, সেই শিক্ষা হবে সবচেয়ে টেকসই। ওই শিক্ষা সবচেয়ে টেকসই হয়, যে শিক্ষা নানা ধরনের কাজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়। আজকের যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের মধ্য থেকে বর্তমান শিক্ষার্থীরা যা শিখবে, অনেক বছর নানা ধরনের বই পড়েও তা শিখতে পারবে না। একটি ঘটনার মধ্য দিয়ে, একটি আয়োজনের মধ্য দিয়ে, একটি অনুষ্ঠানের মাধ্যমে একজন শিক্ষার্থী নানা বিষয়ে জানতে পারল কীভাবে একটি অনুষ্ঠান সাজাতে হয়, কীভাবে নানা ধরনের ব্যবস্থাপনা থাকতে হয়, কী কী উপাদান থাকতে হয়। এটি প্রায়োগিক বিদ্যা, প্রায়োগিক জ্ঞান।’
অনুষ্ঠানে প্রতিবছর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রতি গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, এই বিদ্যালয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রয়োজন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডে দুই লাখ টাকার একটি চেক দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৬ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৬ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৬ ঘণ্টা আগে