পিরোজপুরে বাসচাপায় ২ বোন নিহত, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৯: ০৭
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৯: ৫৮

পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের আধাঁঝুড়ি এলাকায় বাসচাপায় দুই সহোদর বোন নিহত হয়েছেন। তাঁদের এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার আধাঁঝুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও মারিয়া খানম (১১)। এ সময় তাঁদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মামি শাহিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার আধাঁঝুড়ি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। দ্রুত মারিয়া ও মঞ্জুরুলকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পথে মারিয়া মারা যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। এ ছাড়া অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইমাদ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত