Ajker Patrika

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর কলাপাড়ায় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারগুলোর মধ্যে পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ২০১৫ সালের প্রকল্পের প্রস্তাব অনুযায়ী যাচাই-বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অজান্তে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তখন থেকে তাঁরা রাস্তার পাশে ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত