প্রতিনিধি, বরিশাল
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন বরিশাল উজিরপুরে হতদরিদ্র গ্রাহকেরা। নিজেদের ফোন নম্বরে টাকা ঢোকার কথা থাকলেও তা চলে যাচ্ছে অন্য কোনো নম্বরে। নম্বর ঠিকঠাক দেওয়ার পরও অন্য নম্বরে টাকা চলে যাওয়া এবং এ নিয়ে কোনো সমাধান না পাওয়া ক্ষুব্ধ উজিরপুরের ভাতা গ্রাহকেরা। পরে বাধ্য হয়ে উজিরপুরে সমাজসেবা অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
আজ রোববার বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র সদস্যরা উপজেলা চত্বরে এসে সমাজসেবা অফিসে অবস্থান নেন। সমাজসেবা কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম ভোগান্তিতে পড়েন তাঁরা। পরে পুরো ভবন ঘেরাও করে রাখেন তাঁরা। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু তাঁদের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ভাতাভোগী সদস্যদের সঙ্গে কথা বরে জানা যায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সদস্যরা এম আই এস ফরম পূরণ করে নগদ অ্যাকাউন্টের মোবাইল নম্বর দেওয়ার পরেও অন্য নম্বরে টাকা প্রবেশের কারণে তাঁরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন অফিসে ধরনা দিয়েও তাঁরা এর কোন সমাধান পাননি।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস জানান, তাঁর ভাতার প্রথম কিস্তি তিন হাজার টাকা আসার কথা থাকলেও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর ফোন নম্বর ছাড়া ০১৭৯১৬২৬০২৮ এই নম্বরে টাকা চলে গেছে। ৭ নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম এর বই নম্বর ১৭৭২, হেনা বেগমের বই নম্বর ২৬১৫। অথচ তাঁরা কোন টাকা পাননি।
এ ছাড়া জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডে জানান, তাঁর মোবাইল নম্বর ছাড়া ০১৭২৮৮৬৩৬৬২ এই নম্বরে টাকা চলে গেছে। বয়স্ক ভাতাভোগী অমল বাড়ৈর টাকা চলে গেছে ০১৩১৭০১১৮০৯ নম্বরে। ফুলমালার টাকা ঢুকেছে ০১৮৭৫৬৫২৩৭৭ নম্বরে। এ ছাড়া প্রতিবন্ধী মিরা রানী সরকার, বয়স্ক ভাতার ফটিক পান্ডে তাঁরা কোন টাকা পাননি বলে জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গ্রাহকদের নিজেদের কারণেও কিছু ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু সুবিধাভোগীরা ভাতা যাতে সুষ্ঠু ভাবে পেতে পারে সে বিষয়ে সমাজসেবা অফিসের সঙ্গে কথা বলেছেন। অসহায় সুবিধা বঞ্চিত গ্রাহকদের সমস্যা নিরুপন করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন বরিশাল উজিরপুরে হতদরিদ্র গ্রাহকেরা। নিজেদের ফোন নম্বরে টাকা ঢোকার কথা থাকলেও তা চলে যাচ্ছে অন্য কোনো নম্বরে। নম্বর ঠিকঠাক দেওয়ার পরও অন্য নম্বরে টাকা চলে যাওয়া এবং এ নিয়ে কোনো সমাধান না পাওয়া ক্ষুব্ধ উজিরপুরের ভাতা গ্রাহকেরা। পরে বাধ্য হয়ে উজিরপুরে সমাজসেবা অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
আজ রোববার বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র সদস্যরা উপজেলা চত্বরে এসে সমাজসেবা অফিসে অবস্থান নেন। সমাজসেবা কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম ভোগান্তিতে পড়েন তাঁরা। পরে পুরো ভবন ঘেরাও করে রাখেন তাঁরা। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু তাঁদের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ভাতাভোগী সদস্যদের সঙ্গে কথা বরে জানা যায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সদস্যরা এম আই এস ফরম পূরণ করে নগদ অ্যাকাউন্টের মোবাইল নম্বর দেওয়ার পরেও অন্য নম্বরে টাকা প্রবেশের কারণে তাঁরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন অফিসে ধরনা দিয়েও তাঁরা এর কোন সমাধান পাননি।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস জানান, তাঁর ভাতার প্রথম কিস্তি তিন হাজার টাকা আসার কথা থাকলেও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর ফোন নম্বর ছাড়া ০১৭৯১৬২৬০২৮ এই নম্বরে টাকা চলে গেছে। ৭ নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম এর বই নম্বর ১৭৭২, হেনা বেগমের বই নম্বর ২৬১৫। অথচ তাঁরা কোন টাকা পাননি।
এ ছাড়া জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডে জানান, তাঁর মোবাইল নম্বর ছাড়া ০১৭২৮৮৬৩৬৬২ এই নম্বরে টাকা চলে গেছে। বয়স্ক ভাতাভোগী অমল বাড়ৈর টাকা চলে গেছে ০১৩১৭০১১৮০৯ নম্বরে। ফুলমালার টাকা ঢুকেছে ০১৮৭৫৬৫২৩৭৭ নম্বরে। এ ছাড়া প্রতিবন্ধী মিরা রানী সরকার, বয়স্ক ভাতার ফটিক পান্ডে তাঁরা কোন টাকা পাননি বলে জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গ্রাহকদের নিজেদের কারণেও কিছু ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু সুবিধাভোগীরা ভাতা যাতে সুষ্ঠু ভাবে পেতে পারে সে বিষয়ে সমাজসেবা অফিসের সঙ্গে কথা বলেছেন। অসহায় সুবিধা বঞ্চিত গ্রাহকদের সমস্যা নিরুপন করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে