আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫: ৩৮
Thumbnail image

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ডে মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল আমিন (৩৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় ফিল্ড অফিসার আবু তাহের শুভ আহত হয়েছেন।

নিহত আল আমিন শরীয়তপুরের সুবেদারকান্দি গ্রামের সিকিন আলী সিকদারের ছেলে। তিনি এনএসআইয়ের বরগুনা অফিসের সহকারী পরিচালক ছিলেন।

জানা গেছে, গতকাল বিকেলে এনএসআইয়ের সহকারী পরিচালক আল আমিন ও ফিল্ড অফিসার আবু তাহের তদন্তকাজের জন্য মোটরসাইকেলে করে কলাপাড়ায় যান। কাজ শেষে বরগুনায় ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খলিয়ান বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছা জান্নাতুল আক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন।

আবু তাহেরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মাহেন্দ্রটি জব্দ করে থানায় আনা হয়। গতকাল রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানান, খলিয়ান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে মেডিকেল অফিসার জান্নাতুল আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই এনএসআইয়ের সহকারী পরিচালক মারা গেছেন। আহত আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত