বরগুনা প্রতিনিধি
বরগুনায় কাওসার সিকদার নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ সদস্যরা গাঁজাসহ আটক করেছেন। কাওসারকে আটক করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন বড় ভাই ফেরদৌস সিকদার বাবু। আজ শনিবার বেলা ১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ বলছে, অপরাধ আড়াল করতে অপরাধী ও স্বজনেরা নানা কৌশল অবলম্বন করে।
স্থানীয় সূত্র বলছে, বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কাওসার সিকদার নামের এক ব্যক্তিকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। কাওসার শিকদার পুলিশে চাকরি করতেন। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পূর্বে বরিশাল জেলা পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন।
কাওসারকে আটক করে বাড়ি থেকে নিয়ে আসার পর বেলা ১টার দিকে বড় ভাই ফেরদৌস সিকদার বাবু কেরোসিন ঢেলে নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন ধরানোর দৃশ্য নিজের ফেসবুক আইডিতে লাইভ করেন ফেরদৌস।
ফেরদৌস সিকদার বাবু বলেন, ডিবি পুলিশের এসআই জাহিদ আমার বাড়িতে এসে ছোটভাই কাওসারকে ডেকে সামনে গাঁজার পোটলা ফেলে বলে, তুই এই গাঁজার ব্যবসা করিস। এবার চল আমাদের সঙ্গে। আমি আসার পর আমাকে বলে, তোরে তো কালকে পাইনাই, তোরে পাইলে গাঁজা দিতাম ২০ কেজি।
লাইভে ফেরদৌস দাবি করেন, স্থানীয় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিপক্ষ পুলিশের সঙ্গে আঁতাত করে তার ভাই কাওসারকে গাঁজাসহ আটক করিয়েছে। এর প্রতিবাদে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। ১৭ মিনিটের লাইভে ফেরদৌস তার ভাইকে নির্দোষ দাবি করেন। আগুনে ঘরের সামনের অংশ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী ছুটে এসে নিয়ন্ত্রণ করেন।
বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, অভিযান চালিয়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসারকে আমড়াঝুড়ি এলাকায় তাঁর বাড়ির সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। এ সময় কাওসারের সঙ্গে থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ২ কেজি গাজা উদ্ধার করেন ডিবি পুলিশ সদস্যরা।
বরগুনায় কাওসার সিকদার নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ সদস্যরা গাঁজাসহ আটক করেছেন। কাওসারকে আটক করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন বড় ভাই ফেরদৌস সিকদার বাবু। আজ শনিবার বেলা ১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ বলছে, অপরাধ আড়াল করতে অপরাধী ও স্বজনেরা নানা কৌশল অবলম্বন করে।
স্থানীয় সূত্র বলছে, বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কাওসার সিকদার নামের এক ব্যক্তিকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। কাওসার শিকদার পুলিশে চাকরি করতেন। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পূর্বে বরিশাল জেলা পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন।
কাওসারকে আটক করে বাড়ি থেকে নিয়ে আসার পর বেলা ১টার দিকে বড় ভাই ফেরদৌস সিকদার বাবু কেরোসিন ঢেলে নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন ধরানোর দৃশ্য নিজের ফেসবুক আইডিতে লাইভ করেন ফেরদৌস।
ফেরদৌস সিকদার বাবু বলেন, ডিবি পুলিশের এসআই জাহিদ আমার বাড়িতে এসে ছোটভাই কাওসারকে ডেকে সামনে গাঁজার পোটলা ফেলে বলে, তুই এই গাঁজার ব্যবসা করিস। এবার চল আমাদের সঙ্গে। আমি আসার পর আমাকে বলে, তোরে তো কালকে পাইনাই, তোরে পাইলে গাঁজা দিতাম ২০ কেজি।
লাইভে ফেরদৌস দাবি করেন, স্থানীয় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিপক্ষ পুলিশের সঙ্গে আঁতাত করে তার ভাই কাওসারকে গাঁজাসহ আটক করিয়েছে। এর প্রতিবাদে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। ১৭ মিনিটের লাইভে ফেরদৌস তার ভাইকে নির্দোষ দাবি করেন। আগুনে ঘরের সামনের অংশ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী ছুটে এসে নিয়ন্ত্রণ করেন।
বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, অভিযান চালিয়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসারকে আমড়াঝুড়ি এলাকায় তাঁর বাড়ির সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। এ সময় কাওসারের সঙ্গে থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ২ কেজি গাজা উদ্ধার করেন ডিবি পুলিশ সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৬ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১০ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
১৭ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
২৮ মিনিট আগে