Ajker Patrika

বেতাগীতে ডায়াগনষ্টিক সেন্টার ও খাবার দোকানে অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা

বেতাগী (বরগুনা) বরগুনা
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২২: ৫৭
বেতাগীতে ডায়াগনষ্টিক সেন্টার ও খাবার দোকানে অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা

বরগুনার বেতাগীতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন। 

আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর বাজারে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও খাবার দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। অভিযানে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর উপস্থিত ছিলেন। এ সময় বেতাগী থানা-পুলিশ তাদের সহযোগিতা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শনে যাই। এর মধ্যে কিছু ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ কাগজপত্র ছিলো না। এ ছাড়া মাইনর কিছু বিচ্যুতি ছিল যার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।’ 

ইউএনও ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত