তুচ্ছ ঘটনায় দৌলতখানে জেলেকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৩, ২১: ২২

তুচ্ছ ঘটনায় ভোলার দৌলতখানে মো. রতন মাঝি নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রাধাবল্লভ গ্রামে।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জেলে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ গ্রামের বেড়িবাঁধ এলাকার মো. মজিবল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় রতন মাঝির (৫০) ছোট ছেলে জোবায়েরের সঙ্গে পাশের বাড়ির নেকি বেগমের ছেলে আবদুল্লাহর খেলা করার সময় ঝগড়া ও মারামারি হয়। এ সময় আবদুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি আরেক ছেলে সোহেল ও মেয়ে রিংকুকে নিয়ে রতনের বাড়িতে গিয়ে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে নেকি ও তার সন্তানরা রতন মাঝিকে ঘর থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারতে থাকেন। এ সময় রতন মাঝি জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যান। স্থানীয়রা জেলেকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত