বেতাগীতে দুই কিলোমিটার কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে

হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া লঞ্চঘাট থেকে উত্তর দিকের বেড়িবাঁধ। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া লঞ্চঘাট থেকে উত্তর দিকে বেড়িবাঁধের দুই কিলোমিটার রাস্তা বেহাল। বেতাগী থেকে মোকামিয়া যেতে বেড়িবাঁধের প্রায় ৯ কিলোমিটার রাস্তার প্রায় ৭ কিলোমিটার পাকা হলেও মাত্র দুই কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। যে কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগের শিকার হন।

দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ২ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে। বর্ষার মৌসুমে এ রাস্তার অবস্থা খুবই খারাপ হয়। মানুষের চলাচলের কোনো উপায় থাকে না। রাস্তাটিতে পানি উন্নয়ন বোর্ড মাটির কাজ করতে গিয়ে কোথাও উচু নীচু করে রেখেছেন। এতে দুর্ভোগ আরও বেড়েছে। বিষয়টি যে দেখার কেউ নেই। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হন এলাকার কয়েক হাজার মানুষের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট থেকে রাস্তাটি শুরু হয়ে উত্তর দিকে বেড়িবাঁধের ওপর দিয়ে সরাসরি বেতাগী পৌরশহরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে মিলিত হয়েছে। কিন্তু রাস্তাটি মোকামিয়া লঞ্চঘাট থেকে উত্তরদিকে ২ কিলোমিটার সম্পূর্ণ কাঁচা, যদিও মোকামিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণ দিকের রাস্তাও পাকা। রাস্তাটির অধিকাংশ স্থান কার্পেটিং করা হলেও মাঝের ২ কিলোমিটার এখনো কাঁচা রয়ে গেছে।

সম্প্রতি বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কয়েক মাস আগে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে বর্ষা মৌসুমের কারণে কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে এতে রাস্তাটির কিছু অংশ মাটি দিয়ে উঁচু এবং কিছু অংশ নিচু হয়ে পড়েছে। এতে রাস্তা দিয়ে চলতে গিয়ে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য।

মাল বাড়ির মো. মনির আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তাটির অবস্থা খুবই খারাপ। রাস্তায় মাটি ফেলে রাখায় কোথাও কিছু অংশ উঁচু এবং কোথাও কিছু অংশ নিচু। গাড়ি চলতে পারে না। মানুষ কোনো রকম হেঁটে রাস্তায় চলে। গাড়ি না চলার কারণে মুরগির খাবার আনতে পারছি না। যে কারণে মুরগির খামারে মুরগি তুলতে পারছি না। রাস্তাটি দ্রুত সমান করলে ভালো হয়। আর পরে পাঁকা করলে আরও ভালো হয়। আমরা শান্তিতে ব্যবসা করতে পারি।’

একই বাড়ির আবদুস সাত্তার মাল আজকের পত্রিকাকে বলেন, রাস্তার কাজ যেন দ্রুত শেষ করা হয়, সেই দাবি জানাচ্ছি। বর্তমানে রাস্তার যা অবস্থা, চলতে খুবই কষ্ট হয়।

এ ছাড়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, এই রাস্তা ব্যবহার করে এলাকার ছেলেমেয়েরা স্কুলে যাওয়া-আসা করে। এই রাস্তার পাশে কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিলবুনিয়াসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার সদর ইউনিয়নে শেষ আর মোকামিয়া ইউনিয়নে শুরু এই রাস্তা দিয়ে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি দিয়ে বেতাগী, কেওড়াবুনিয়া, গাবুয়া, ছোট কেওড়াবুনিয়া, ঝিলবুনিয়া, ছোট মোকামিয়া, মোকামিয়া, মাছুয়াখালীসহ প্রায় ১০টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়।

এ রাস্তায় ভ্যান, ভটভটি, অটোরিকশা, মোটরসাইকেল, টমটম, মাহিন্দ্রাসহ অন্যান্য ছোট যানবাহন চলাচল করতো যা এখন চলাচল করতে পারছে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ কাজের ঠিকাদার মো. মনির হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে রাস্তার ৪০ শতাংশ কাজ করা হয়েছে। বর্ষার জন্য কাজ বন্ধ ছিল। খুব দ্রুতই আবার কাজ শুরু করা হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, ‘ছোট মোকামিয়া থেকে বেতাগী পৌর শহরের দিকে ২ কিলোমিটার বেড়িবাঁধ মাটি দ্বারা সংস্কারের কাজ চলছে। বর্ষা মৌসুমের জন্য কাজ বন্ধ রয়েছে। দ্রুতই কাজ শুরু করা হবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার সঙ্গে কথা বলে রাস্তার কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত