Ajker Patrika

নিখোঁজের ৯ দিনেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধীর

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নিখোঁজের ৯ দিনেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধীর

নিখোঁজের ৯ দিনেও বরিশালের আগৈলঝাড়ার মানসিক প্রতিবন্ধী প্রিয়াংকা বাড়ৈর (২২) সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার তাঁর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। নিখোঁজ প্রিয়াংকা উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের নারায়ণ বাড়ৈর মেয়ে। 

নিখোঁজ ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুস্থ স্বাভাবিক অবস্থায় গত ৫ বছর আগে রামশীল গ্রামের মিঠুন বাড়ৈর সঙ্গে পারিবারিকভাবে প্রিয়াংকার বিয়ে হয়। বিয়ের ৬ মাসের মধ্যেই প্রিয়াংকার মানসিক সমস্যা দেখা দেওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। 

এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন প্রিয়াংকা। মানসিক সমস্যার কারণে এর আগেও প্রিয়াংকা বাড়ি থেকে বের হলে খোঁজাখুঁজি করে ফিরিয়ে আনা হয়। কিন্তু গত ১৭ মার্চে প্রিয়াংকা নিখোঁজ হলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। গত ৯ দিন ধরে প্রিয়াংকা নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় তাঁর বড় ভাই নির্মল বাড়ৈ বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। যার নম্বর-৯৫৭। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, এরই মধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ প্রিয়াংকার সন্ধান পায় তাহলে আগৈলঝাড়া থানার নম্বর ০১৩২০১৫১৩১৬ বা ভাই নির্মল বাড়ৈর মোবাইল নম্বর ০১৭৭৫১৫০৬৯৪ এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত