বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি একটি রাস্তা খুঁড়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ উঠেছে। দুই নেতা হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. মাসুদ আলম মৃধা।
এর মধ্যে মো. সিদ্দিকুর রহমান সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলম মৃধা বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হচ্ছিল। কেননা পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগে দুই নেতা ইটগুলো রাতের আঁধারে বিক্রি করে দেয়।
গত ২৯ ডিসেম্বর রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার এবং মো. রিয়াজ। আর বিএনপি নেতা মো. সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ইউপি সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের রাস্তার ইটগুলো তুলে পরিষদের সামনে রাখা হয়। পুলিশ এসে বিক্রীত কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা জানায় তারা মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইটগুলো কিনেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা আজকের পত্রিকাকে বলেন, বেড়ি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, সরকারি ইট বিক্রির সঙ্গে বর্তমান ও সাবেক দুই মেম্বারের জড়িত থাকার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে ইটের দুইজন ক্রেতা ও বর্তমান এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি একটি রাস্তা খুঁড়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ উঠেছে। দুই নেতা হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. মাসুদ আলম মৃধা।
এর মধ্যে মো. সিদ্দিকুর রহমান সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলম মৃধা বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হচ্ছিল। কেননা পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগে দুই নেতা ইটগুলো রাতের আঁধারে বিক্রি করে দেয়।
গত ২৯ ডিসেম্বর রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার এবং মো. রিয়াজ। আর বিএনপি নেতা মো. সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ইউপি সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের রাস্তার ইটগুলো তুলে পরিষদের সামনে রাখা হয়। পুলিশ এসে বিক্রীত কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা জানায় তারা মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইটগুলো কিনেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা আজকের পত্রিকাকে বলেন, বেড়ি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, সরকারি ইট বিক্রির সঙ্গে বর্তমান ও সাবেক দুই মেম্বারের জড়িত থাকার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে ইটের দুইজন ক্রেতা ও বর্তমান এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের। ডুবে আছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল। এতে স্থানীয় বাসিন্দাদের ঈদুল ফিতরের আনন্দ উধাও হয়ে গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিছট গ্রামে বেড়িবাঁধের প্রায় দেড় শ ফুট অংশ নদীগর্ভে বিল
১৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গুরুতর আহত আরিফুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সোমবার বেলা ১টার দিকে মাধবখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আরিফুলের বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আরিফুলের পরিবার ও তাঁর ১০ মাসের ছেলেসন্ত
২১ মিনিট আগেঈদুল ফিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা
৪০ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। আজ রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে