তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের ডালির খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সুফিয়া বেগম ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া বেগম গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মেয়ের নূপুর বানিয়ে দেওয়ার জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দুই দিন যাবৎ স্বজনেরা বাড়ির আশপাশের স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেল ৩টার দিকে মায়ের লাশ খালে ভাসতে দেখেন মেয়ে আজমাইন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। তবে এটা হত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মেয়ে আজমাইন জানায়, সোমবার রাত ৯টার দিকে এক জোড়া নূপুর তৈরি করার জন্য মানুষের বাড়িতে টাকা ধার চাইতে বের হয় তাঁর মা। এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজকের দুপুরের দিকে খালে মায়ের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় সে।
আজমাইন আরও জানায়, তাঁর মায়ের চাচাতো বোনের স্বামী সোনা মিয়াদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে তাঁর মাকে হত্যা করে খালে ফেলে রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সে।
এ বিষয়ে সোনা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ডালির খালে লাশ ভাসতে দেখে সুফিয়া বেগমের পরিবারের লোকজন খবর দেয়। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।’
লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘লাশ ফুলে উঠেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কিনা দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে এটা হত্যা কি না।’
বরগুনার তালতলীতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের ডালির খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সুফিয়া বেগম ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া বেগম গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মেয়ের নূপুর বানিয়ে দেওয়ার জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দুই দিন যাবৎ স্বজনেরা বাড়ির আশপাশের স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেল ৩টার দিকে মায়ের লাশ খালে ভাসতে দেখেন মেয়ে আজমাইন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। তবে এটা হত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মেয়ে আজমাইন জানায়, সোমবার রাত ৯টার দিকে এক জোড়া নূপুর তৈরি করার জন্য মানুষের বাড়িতে টাকা ধার চাইতে বের হয় তাঁর মা। এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজকের দুপুরের দিকে খালে মায়ের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় সে।
আজমাইন আরও জানায়, তাঁর মায়ের চাচাতো বোনের স্বামী সোনা মিয়াদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে তাঁর মাকে হত্যা করে খালে ফেলে রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সে।
এ বিষয়ে সোনা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ডালির খালে লাশ ভাসতে দেখে সুফিয়া বেগমের পরিবারের লোকজন খবর দেয়। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।’
লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘লাশ ফুলে উঠেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কিনা দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে এটা হত্যা কি না।’
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি।
১ সেকেন্ড আগেসিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
১৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২২ মিনিট আগে