Ajker Patrika

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী চতুর্থ জাহাজ ভিড়েছে বন্দরে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী চতুর্থ জাহাজ ভিড়েছে বন্দরে

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি ওয়াই এম সামিট নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল রোববার শেষ বিকেলে জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছায়। কয়লার অভাবে বন্ধ তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ।

১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার অ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসা হচ্ছে। এর আগে গতকাল ইনারে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি নিয়ে চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনের বেশি কয়লা এসেছে তাপ বিদ্যুৎকেন্দ্রে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল রোববার শেষ বিকেলে জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছেছে।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, গতকালই ইনারে বসে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে। আজ সোমবার তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভ্যাসেলটি নোঙর করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত