মাছ ধরায় চলমান নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ডের প্রচারাভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৯: ৫০

বঙ্গোপসাগরে মাছ ধরায় চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ড। আজ বুধবার দুপুরে পটুয়াখালীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে এই প্রচারণা চালানো হয়।

নিজামপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রজননকালীন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ। তাই এ সময়ে যাতে কোনো জেলে মাছ শিকারে না যান, সে লক্ষ্যে আজকের এই জনসচেতনতা কার্যক্রম। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

কোস্টগার্ড জানায়, প্রজননকালীন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ছাড়া সমুদ্র থেকে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে ভোলার ইলিশা, মনপুরা ও তজুমদ্দিন, পটুয়াখালীর আলীপুর, মহিপুর ও রাঙ্গাবালী এবং বরগুনার পাথরঘাটা ও নিদ্রাসকিনা এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করে কোস্ট গার্ড দক্ষিণ জোন। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত