Ajker Patrika

পাথরঘাটায় ইটবোঝাই ইজিবাইকের চাপায় কলেজছাত্র নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৫
পাথরঘাটায় ইটবোঝাই ইজিবাইকের চাপায় কলেজছাত্র নিহত

বরগুনার পাথরঘাটায় ইটবোঝাই ইজিবাইকের চাপায় অপর ইজিবাইকের চালক কলেজছাত্র মোহাম্মদ হাসান নিহত হয়েছে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসানের বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে। সে পাথরঘাটা মাজহার উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ সময় গুরুতর আহত বেল্লাল ও মন্টু মিয়াকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার।

নিহত হাসানের বড় ভাই মুছা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসান দুপুরে বাড়িতে ভাত খেয়ে ইজিবাইক নিয়ে বের হয়। আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালাত হাসান।’

এদিকে দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে কাকচিড়া বাইনচটকী সড়ক অবরোধ করে ইটবোঝাই ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত