পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ইউসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসিমা আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন ও রুলি। যার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপত্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ইউসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসিমা আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন ও রুলি। যার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপত্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানায় থাকা এক প্লটের ২৮ একর জমি মিলেমিশে দখলে রেখেছে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদিকে বিমানবন্দরের মালিকানাধীন তিনটি ক্যানটিনের ভাড়া পরিশোধ না করে ১৭-১৮ বছর দখলে রেখেছে একটি মহল। তা ছাড়া বিজয়নগর আবাসিক এলাকায় বিমানবন্দরেরই সরকারি জায়গা দখল
১ ঘণ্টা আগেময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে
২ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। ড্রেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চা-বাগান, পাহাড়ি ছড়া, সংরক্ষিত বন ও ফসলি জমি, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধে
২ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে