‘পুলিশ অফিসার হতে চেয়েছিল জিহাদ, গুলিতে গেল প্রাণ’

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮: ০৯
Thumbnail image

তিন ভাইবোনের মধ্যে সবার ছোট জিহাদুল ইসলাম। গত ২০ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন। গতকাল সোমবারও সকালে সরকার পতনের এক দফা দাবিতেও মিছিল করেছিলেন। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

জিহাদুল ইসলাম বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের মোশাররফ হোসেন পাইকের ছেলে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের ছোট সন্তানকে হারানোয় জিহাদের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের বাবা মোশাররফ হোসেন পাইক আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে জিহাদ ঢাকার কাজলার কুতুবখালী উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ২০ জুলাই থেকে মিছিল-সমাবেশে যোগ দেয়। গতকাল সোমবার সরকার পতনের পর আনন্দ মিছিলও করেছে। যাত্রাবাড়ী থানায় ‘ভারতীয় পুলিশ’ আছে এমন গুজবে সন্ধ্যার পর কিছু আন্দোলনকারী থানা ঘেরাও করতে যায়। ওই সময় পুলিশের গুলিতে আহত হয় জিহাদ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. রফিকুল ইসলাম ঢালী বলেন, ছোট থেকে অনেকটা প্রতিবাদী ছিল জিহাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে বন্ধুদের সঙ্গে যোগ দেয় সে। বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও মিছিল ও সমাবেশে যোগ দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সর্বশেষ পুলিশের গুলিতে মারা যায়।

নিহতের বড় ভাই রিয়াদ হোসেন জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল জিহাদ। পরিবারের ছোট সন্তান হওয়ায় সবার অনেক আদরের ছিল সে। পড়ালেখা করে পুলিশ অফিসার হতে চেয়েছিল জিহাদ। আর সেই পুলিশের গুলিতেই প্রাণ গেল। তাকে হারিয়ে মা পাগলের মতো বিলোপ করছেন। বাবাও বারবার মূর্ছা যাচ্ছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিহাদের জানাজায় মানুষের ঢল নামে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছত্তার খান, সদস্যসচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুনিরুজ্জামানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত