Ajker Patrika

বেতাগীতে বঙ্গবন্ধুর ম্যুরাল বিকৃত করার চেষ্টা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে বঙ্গবন্ধুর ম্যুরাল বিকৃত করার চেষ্টা

বরগুনার বেতাগী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দুর্বৃত্তরা বিকৃত করার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ সোমবার সকালে ম্যুরালটি বিকৃত করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এর পরপরই বিকেলে ম্যুরালটি লাল কাপড় দিয়ে ঢেকে দেয় উপজেলা প্রশাসন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার ঘটনায় আজ সোমবার বিকেলে বেতাগী উপজেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফারুক সিকদার থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়ে যায়। বিষয়টি আমরা তদন্ত করছি। 

জানা গেছে, ২০১৮ সালে উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। টাইলস দিয়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় স্থাপন করা হয়। গত দুই এক দিন আগে রাতের কোনো এক সময় বঙ্গবন্ধুর এ ভাস্কর্যের মুখ, কান, গলা ও দুই চোখের অংশের টাইলস ভেঙে উঠিয়ে ফেলা হয়। 

আজ সোমবার সকালে বিষয়টি ভবনের কেয়ারটেকার শামিমের নজরে আসে। এরপর সে কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। 

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কেয়ারটেকার মো. শামিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকালে অফিসে এসে দেখি বঙ্গবন্ধুর ম্যুরালের দুই চোখ, কান ও নাকের অংশের টাইলস উঠানো। ঘটনাটি আমি তাৎক্ষণিক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফারুক সিকদারকে জানাই। তারপর তিনি ইউএনও স্যারকে বিষয়টি জানায়। বিকেলে আমরা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করে আসি। 

বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসবিএম জিয়াউর রহমান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, দুই একদিন আগে দুষ্কৃতকারীরা টাইলস দিয়ে নির্মিত বঙ্গবন্ধুর দুটি চোখ, মুখ, কানের একটি অংশ এবং গালের একটি অংশ ইট দিয়ে আঘাত করে উঠিয়ে ফেলেছে। সোমবার বিষয়টি নজরে এলে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ড এসে বিকেলে ম্যুরালটি লাল কাপড় দিয়ে ঢেকে দেয়। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। বিকেলে গিয়ে ম্যুরালটি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। 

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান আজকের পত্রিকাকে বলেন, কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ এই কাজটি করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আশা করি তদন্তে দোষিরা বেরিয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত