Ajker Patrika

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১: ১২
ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে রাবিনা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মনজু খানের মেয়ে ও স্থানীয় রাজাপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাহলান বলেন, ‘রাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে রাবিনা আক্তারকে ঘরের মাচা থেকে কাঠ নামাতে বলেন তার মা শাবানা বেগম। এরপর শাবানা বেগম বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের বাইরে থেকে রাবিনাকে ডাক দেন তিনি। কোনো শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে ঝুলছে রাবিনা। এরপর চিৎকার শুরু করেন শাবানা বেগম। তাঁর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত