Ajker Patrika

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ২ মাস পর উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ২ মাস পর উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের দুই মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। 

জানা যায়, গত ৫ জানুয়ারি উপজেলার বারপাইকা গ্রামের রিপন বাড়ৈর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পিংকি বাড়ৈ প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ৯ জানুয়ারি স্কুলছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মণ্ডল অভিযান চালায়। দীর্ঘ দুই মাস পর গত মঙ্গলবার শেরপুর সদর থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

স্কুলছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বলেন, বাড়ি থেকে প্রাইভেট পরতে গেলে আমার মেয়ে পিংকিকে শেরপুরের মোতালেব মিয়ার ছেলে সোহাগ মিয়া অপহরণ করে নিয়ে যায়। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হলেও অপহরণকারী সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

থানার উপপরিদর্শক মিল্টন মণ্ডল বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। আজ সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে বরিশালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত