পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালত জামিন দেওয়ায় শহরে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ সোমবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল বের করে শহরে প্রদক্ষিণ করে। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে সভা শেষ হয়।
জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়িবহর ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় ৩ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার অজ্ঞাতনামা এক আসামিকে জামিন দিলে বিএনপির নেতা–কর্মীরা বিচারকের বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক মেছাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস আহমেদ প্রমুখ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনার মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বরগুনার পাথরঘাটায় আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালত জামিন দেওয়ায় শহরে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ সোমবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল বের করে শহরে প্রদক্ষিণ করে। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে সভা শেষ হয়।
জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়িবহর ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় ৩ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার অজ্ঞাতনামা এক আসামিকে জামিন দিলে বিএনপির নেতা–কর্মীরা বিচারকের বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক মেছাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস আহমেদ প্রমুখ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনার মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানায় থাকা এক প্লটের ২৮ একর জমি মিলেমিশে দখলে রেখেছে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদিকে বিমানবন্দরের মালিকানাধীন তিনটি ক্যানটিনের ভাড়া পরিশোধ না করে ১৭-১৮ বছর দখলে রেখেছে একটি মহল। তা ছাড়া বিজয়নগর আবাসিক এলাকায় বিমানবন্দরেরই সরকারি জায়গা দখল
১ ঘণ্টা আগেময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে
২ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। ড্রেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চা-বাগান, পাহাড়ি ছড়া, সংরক্ষিত বন ও ফসলি জমি, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধে
২ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে