আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ঘন কুয়াশায় পান পাতার রং হলুদ হয়ে গেছে। কিছু কিছু জমিতে ঝরে পড়ছে পান পাতা। এ উপজেলার আবহাওয়া পান চাষে উপযোগী হওয়ায় বিদেশেও রপ্তানি করা হয়। এমন অবস্থায় পান পাতার ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় ও পান চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২৯০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৩ হাজার ৫৫০ জন পান চাষি। অল্প দিনে পান বাজারজাত করা যায় বলে পান চাষে আগ্রহী এ উপজেলার চাষিরা। তাঁরা ফসলি জমির মাটি ভরাট করে পানের বরজ করেছিলেন।
এই এলাকার বড় পানচাষি ফুল্লশ্রী গ্রামের খোকন দে বলেন, ‘আমার ৭০ শতাংশ জমিতে ৩৭৫টি পান বরজ রয়েছে। শীতের আগ মুহূর্তে কার্তিক মাস থেকে চার মাস বরজের লতায় পান রাহি করা হয় যাতে শীতের সময় বেশি দামে বিক্রি করা যায়। কিন্তু গত কয়েক দিনে আগৈলঝাড়ায় সূর্যের দেখা না মেলায় চিন্তিত হয়ে পড়েছি।’
খোকন দে বলেন, ‘প্রচণ্ড কুয়াশা ও শীতের কারণে বরজের পান হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ছে। পান ঝরে পড়ায় আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একাধিকবার শৈত্য প্রবাহের কারণে পান বরজের চারদিকে পলিথিন ও নেট দিয়ে পান রক্ষার চেষ্টাও করা হয়।’
পান চাষি রতন দাস, মন্নান খলিফা, পরিমল দাস, শৈলেন দাস, দেলোয়ার পাইক, সঞ্জয় দাস জানান, পানের রোগ প্রতিরোধ, পোকা মাকড় ও ফলন বাড়াতে চাষিরা বরজে বিভিন্ন সার ও কীটনাশক ব্যবহার করছেন।
ঢাকা শ্যামবাজার পানের পাইকারি ও বিদেশে রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক আড়ত মালিক মজিবর ফকির বলেন, এ অঞ্চলের উৎপাদিত পান ঢাকা, লাকসাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, আগৈলঝাড়ার পান কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, বাহরাইন, কাতার, স্পেন, ইতালি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে যাচ্ছে। এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক পাইকারি পানের আড়ত গড়ে উঠেছে। এই এলাকায় ফলানো পান বর্তমানে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতি বিড়া (৭২ টি) পান বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু বলেন, ক্ষতিগ্রস্ত পান বরজ পরিদর্শন করে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকার কাজ চলছে। তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকার ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য দিলে তা তাঁদের মধ্যে বিতরণ করা হবে।
বরিশালের আগৈলঝাড়ায় ঘন কুয়াশায় পান পাতার রং হলুদ হয়ে গেছে। কিছু কিছু জমিতে ঝরে পড়ছে পান পাতা। এ উপজেলার আবহাওয়া পান চাষে উপযোগী হওয়ায় বিদেশেও রপ্তানি করা হয়। এমন অবস্থায় পান পাতার ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় ও পান চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২৯০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৩ হাজার ৫৫০ জন পান চাষি। অল্প দিনে পান বাজারজাত করা যায় বলে পান চাষে আগ্রহী এ উপজেলার চাষিরা। তাঁরা ফসলি জমির মাটি ভরাট করে পানের বরজ করেছিলেন।
এই এলাকার বড় পানচাষি ফুল্লশ্রী গ্রামের খোকন দে বলেন, ‘আমার ৭০ শতাংশ জমিতে ৩৭৫টি পান বরজ রয়েছে। শীতের আগ মুহূর্তে কার্তিক মাস থেকে চার মাস বরজের লতায় পান রাহি করা হয় যাতে শীতের সময় বেশি দামে বিক্রি করা যায়। কিন্তু গত কয়েক দিনে আগৈলঝাড়ায় সূর্যের দেখা না মেলায় চিন্তিত হয়ে পড়েছি।’
খোকন দে বলেন, ‘প্রচণ্ড কুয়াশা ও শীতের কারণে বরজের পান হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ছে। পান ঝরে পড়ায় আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একাধিকবার শৈত্য প্রবাহের কারণে পান বরজের চারদিকে পলিথিন ও নেট দিয়ে পান রক্ষার চেষ্টাও করা হয়।’
পান চাষি রতন দাস, মন্নান খলিফা, পরিমল দাস, শৈলেন দাস, দেলোয়ার পাইক, সঞ্জয় দাস জানান, পানের রোগ প্রতিরোধ, পোকা মাকড় ও ফলন বাড়াতে চাষিরা বরজে বিভিন্ন সার ও কীটনাশক ব্যবহার করছেন।
ঢাকা শ্যামবাজার পানের পাইকারি ও বিদেশে রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক আড়ত মালিক মজিবর ফকির বলেন, এ অঞ্চলের উৎপাদিত পান ঢাকা, লাকসাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, আগৈলঝাড়ার পান কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, বাহরাইন, কাতার, স্পেন, ইতালি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে যাচ্ছে। এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক পাইকারি পানের আড়ত গড়ে উঠেছে। এই এলাকায় ফলানো পান বর্তমানে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতি বিড়া (৭২ টি) পান বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু বলেন, ক্ষতিগ্রস্ত পান বরজ পরিদর্শন করে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকার কাজ চলছে। তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকার ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য দিলে তা তাঁদের মধ্যে বিতরণ করা হবে।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
১০ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৪০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে