Ajker Patrika

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১: ৫৭
বিদ্যালয়ের নিচ তলায় ধানের বস্তা স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা
বিদ্যালয়ের নিচ তলায় ধানের বস্তা স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ারী মাধ্যমিক বিদ্যালয় ভবনকে রীতিমতো ধানের গুদামে পরিণত করেছেন তিন ব্যবসায়ী। শিক্ষকেরা বলছেন, তাঁদের নিষেধ না মেনেই ব্যবসায়ীরা এ কাজ করছেন। দ্রুত ধান অপসারণের দাবি প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয় ভবনটির নিচতলায় আল আমিন, জাকির হোসেন ও আলমগীর হাওলাদার নামের স্থানীয় তিন ব্যবসায়ী ধানের বস্তা স্তূপ করে রেখেছেন। এক মাস ধরে তাঁরা এভাবে সেখানে ধান মজুত করে রেখেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভবনের নিচতলায় ধানের গোডাউন করায় তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। ধুলাবালিতে বিদ্যালয় একাকার হয়ে যাচ্ছে। দ্রুত এসব ধান অপসারণ করা হোক।

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় ভেতরে-বাইরে বস্তার পর বস্তা ধান স্তূপ করে রাখা হয়েছে। বিদ্যালয় ধুলাবালিতে একাকার হয়ে গেছে।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ ও সুমাইয়া বলে, বিদ্যালয় ভবনের নিচতলায় ধানের গোডাউন করায় চলাচলের সমস্যা হচ্ছে। ধুলাবালিতে বিদ্যালয় একাকার হয়ে যাচ্ছে। এতে আমাদের শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

বিদ্যালয়ের নিচ তলায় স্তূপ করে রাখা ধানের বস্তা। ছবি: আজকের পত্রিকা
বিদ্যালয়ের নিচ তলায় স্তূপ করে রাখা ধানের বস্তা। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ওখানে ব্যবসায়ীদের ধান রাখতে নিষেধ করেছিলাম। কিন্তু তাঁরা শোনেননি। এতে চলাচল ও পরিবেশের বেশ সমস্যা হচ্ছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, বিদ্যালয়ের নিচতলায় তিন ব্যবসায়ী ধানের গোডাউন করেছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে।’ উপজেলা প্রশাসনকে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ধান মজুত করা ব্যবসায়ী আল আমিন বলেন, তাঁদের ধানের বস্তা রাখার জায়গা নেই। তাই সেখানে রেখেছেন।

আল আমিন আরও বলেন, ‘বিদ্যালয় ভবনের নিচতলায় ধানের গোডাউন করা ভুল হয়েছে। দ্রুত ধান সরিয়ে নেওয়া হবে।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোঁজখবর নিয়ে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত