Ajker Patrika

হলফনামায় মামলার তথ্য গোপন করে চেয়ারম্যান প্রার্থী হলেন যুবলীগ নেতা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৪, ২২: ৪৭
হলফনামায় মামলার তথ্য গোপন করে চেয়ারম্যান প্রার্থী হলেন যুবলীগ নেতা

বরগুনার পাথরঘাটা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি হয়েও হলফনামায় সেই তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা কোর্ট ইন্সপেক্টর মো. মারুফ হোসেন। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের ৫ তারিখ তাঁদের কাছে রফিকুল ইসলাম রিপনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) নামে দুর্নীতি দমন কমিশনের মামলায় একটি ওয়ারেন্ট এসেছে। আমরা সেই ওয়ারেন্ট কপি এসপি অফিসে পাঠিয়েছি এবং একটি কপি পাথরঘাটা থানায়ও পাঠানো।’ 

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ /৪ / ২৪ সালে দুর্নীতি দমন প্রতিরোধ আইন ১৯৪৭ সালের আইনের ৫(২), দণ্ডবিধি ৪০৯/৪৬৮ ধারায় পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে দুদকে একটি মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হন তিনি। 

জানা গেছে, তার নির্বাচনী হলফনামায় সেই মামলার তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। 

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ আকন্দ জানান, আমি জনগণের ভোটের ওপরে বিশ্বাসী, জনগণের ভোটে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এখন আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা যাঁরা প্রার্থী হয়েছি সবাই হলফনামায় আমাদের সকল তথ্য তুলে ধরেছি। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন তাঁর বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে এবং সেই মামলায় সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ বলেন, ‘আমি শুনেছি তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা হয়েছে এবং সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এর বেশি আমি কিছু জানি না।’ 

ওয়ারেন্টভুক্ত আসামি ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত এবং মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, ‘এখনো আমি কোনো ওয়ারেন্টের কপি হাতে পাইনি। সাংবাদিকদের মাধ্যমেই জানতে পেরেছি। ওয়ারেন্ট কপি হাতে পেলে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

বরিশাল বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পাথরঘাটার রিটার্নিং অফিসার দিলীপ কুমার হাওলাদার হলফনামায় মামলার তথ্য গোপন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কি না তা হলফনামায় উল্লেখ করার নিয়ম রয়েছে। কেউ যদি তা গোপন করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে দুদকের যে মামলা রয়েছে তা তিনি হলফনামায় উল্লেখ করেননি। এটা অপরাধ। যদি কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত