Ajker Patrika

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ০৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের বাড়ইয়ারা গ্রামের মুন্সিবাড়ি এলাকার মৃত ওছিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নতুল্লাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে মমতাজ বেগম।

নিহত মোটরসাইকেলচালক আল-আমিন তাহেনী (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মো. ইউনুস আলী খানের বাসায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিউলি বেগম।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মফিজুর রহমান রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মেয়ে মমতাজ বেগম বলেন, ‘বাবা-মা আমার বাসায় থাকেন। আমার স্বামীর ষাটপাকিয়া বাজারে চায়ের দোকান আছে। বাবা রাতে ওই দোকানে গিয়েছিলেন। পরে শুনলাম সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।’

নিহত মোটরসাইকেলচালক আলামিন তাহেনীর স্ত্রী শিউলি বলেন, ‘সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাসায় এসে মেয়ের টিউশনির জন্য ১ হাজার টাকা দিয়ে আবার বাসা থেকে বের হন। পরে রাতে দুর্ঘটনায় আহত হয়েছে খবর শুনে হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ পড়ে আছে।’

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত