নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সারা দেশে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার শিশুরা বঞ্চিত হয়েছে। আজ সোমবার বিসিসি এই ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করেনি। এতে বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অভিভাবকেরা।
এদিকে ক্যাপসুল না খাওয়ানোর ঘটনায় বিসিসি ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দায়ী করছে। বরিশাল নগরে প্রায় ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
সরেজমিন জানা গেছে, আজ সকালে নগরের সদর হাসপাতাল, নবগ্রাম রোড সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকেরা জড়ো হন। ওই সব কেন্দ্রে সব সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সদর হাসপাতালে আসা নগরের কাশিপুর এলাকার এক শিশুর অভিভাবক মাইনুল ইসলাম জানান, তাঁর সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রথমে এলাকায়, পরে সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানেও ক্যাপসুল খাওয়াতে পারেননি। তাঁর মতো অনেক অভিভাবক বিভিন্ন কেন্দ্রে এসে ফিরে গেছেন।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারা দেশে আজ পালিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিসিসিকে জানানো হয়নি। গণমাধ্যমে জানতে পেরে তিনি গতকাল রোববার রাতে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালককে ফোন দেন। তিনি (পরিচালক) বিষয়টির জন্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে সেখানে যোগাযোগ করে বিসিসির এক কর্মকর্তাকে গতকাল রাতেই ঢাকায় পাঠিয়েছেন।
মেয়রের সঙ্গে আলোচনা করে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র। তিনি বলেন, ‘নগরে ২২০টি কেন্দ্রে ৬২ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কবে থেকে কর্মসূচি শুরু হবে তা মাইকিং করে জানানো হবে।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক হুমায়ুন শাহিন খান আজকের পত্রিকাকে জানান, সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বিসিসি আজ এই কার্যক্রম শুরু করতে পারেনি। সিটি করপোরেশন ক্যাপসুল স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনতে পারেনি।
সিটি করপোরেশনকে অবহিত না করার বিষয়ে হুমায়ুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই সিটি করপোরেশনকে জানিয়েছে। কেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হলো না, তা তাঁরা খতিয়ে দেখবেন।
সারা দেশে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার শিশুরা বঞ্চিত হয়েছে। আজ সোমবার বিসিসি এই ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করেনি। এতে বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অভিভাবকেরা।
এদিকে ক্যাপসুল না খাওয়ানোর ঘটনায় বিসিসি ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দায়ী করছে। বরিশাল নগরে প্রায় ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
সরেজমিন জানা গেছে, আজ সকালে নগরের সদর হাসপাতাল, নবগ্রাম রোড সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকেরা জড়ো হন। ওই সব কেন্দ্রে সব সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সদর হাসপাতালে আসা নগরের কাশিপুর এলাকার এক শিশুর অভিভাবক মাইনুল ইসলাম জানান, তাঁর সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রথমে এলাকায়, পরে সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানেও ক্যাপসুল খাওয়াতে পারেননি। তাঁর মতো অনেক অভিভাবক বিভিন্ন কেন্দ্রে এসে ফিরে গেছেন।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারা দেশে আজ পালিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিসিসিকে জানানো হয়নি। গণমাধ্যমে জানতে পেরে তিনি গতকাল রোববার রাতে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালককে ফোন দেন। তিনি (পরিচালক) বিষয়টির জন্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে সেখানে যোগাযোগ করে বিসিসির এক কর্মকর্তাকে গতকাল রাতেই ঢাকায় পাঠিয়েছেন।
মেয়রের সঙ্গে আলোচনা করে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র। তিনি বলেন, ‘নগরে ২২০টি কেন্দ্রে ৬২ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কবে থেকে কর্মসূচি শুরু হবে তা মাইকিং করে জানানো হবে।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক হুমায়ুন শাহিন খান আজকের পত্রিকাকে জানান, সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বিসিসি আজ এই কার্যক্রম শুরু করতে পারেনি। সিটি করপোরেশন ক্যাপসুল স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনতে পারেনি।
সিটি করপোরেশনকে অবহিত না করার বিষয়ে হুমায়ুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই সিটি করপোরেশনকে জানিয়েছে। কেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হলো না, তা তাঁরা খতিয়ে দেখবেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে