মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২১: ২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মৃধাকে (৫৭) একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মৃধাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ। 

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া ২২ জনকে আসামি করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের জন্য নির্দেশ দেন। 

মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। তবে সে মামলায় খালেক মৃধা নাম না থাকলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, খালেক মৃধা নামের এক আওয়ামী লীগ নেতাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত