পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির (৪০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে কঁচা নদীর শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ বিন কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।
নিহতের গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে পৌঁছালে গাড়ি থেকে নামার সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, বরিশালের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালান। নিখোঁজের দুই দিন পর আজ দুপুর ১২টার দিকে কঁচা নদী থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, ‘শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সময়ে নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।’
পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির (৪০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে কঁচা নদীর শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ বিন কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।
নিহতের গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে পৌঁছালে গাড়ি থেকে নামার সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, বরিশালের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালান। নিখোঁজের দুই দিন পর আজ দুপুর ১২টার দিকে কঁচা নদী থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, ‘শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সময়ে নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।’
রাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১২ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩৩ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
৩৩ মিনিট আগে