নিখোঁজের দুই দিন পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৭
Thumbnail image

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির (৪০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে কঁচা নদীর শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল্লাহ বিন কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

নিহতের গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে পৌঁছালে গাড়ি থেকে নামার সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, বরিশালের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালান। নিখোঁজের দুই দিন পর আজ দুপুর ১২টার দিকে কঁচা নদী থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, ‘শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সময়ে নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত