দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণ ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আহত এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের কৃষ্ণভক্ত অমল্য হাওলাদারের ছেলে দেবাংসু হাওলাদার (কালু)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দশমিনায় উপজেলা রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় সম্প্রদায়ের ২৪ জন আহত হন। উভয় দলের ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়।
কৃষ্ণভক্ত আহত দেবাংসু হাওলাদারের অবস্থা গুরুতর হলে তাঁকে ১৮ জানুয়ারি ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরজ্ঞন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে ১৬ জানুয়ারি দশমিনা থানায় এজাহার দাখিল করেন। মামলায় ৪ নম্বর সাক্ষী ছিলেন দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদার দীর্ঘ সাত দিন চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে মারা যান।
ভবরজ্ঞন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ ও ১৫ জানুয়ারি মতুয়া সম্প্রদায় দফায় দফায় আমাদের কৃষ্ণভক্তদের ওপর হামলা ও আহত করে। এই ঘটনায় আমি বাদী হয়ে দশমিনা থানায় মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করি। ওই মামলার ৪ নম্বর সাক্ষী দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জানুয়ারি ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় দশমিনায় গ্রামের বাড়ি এসে পৌঁছাবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা কৃষ্ণভক্ত ভবরজ্ঞন আমাকে জানান। আমি দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা শুনে রাতে আউলিপুর গিয়াছিলাম, ২-৩ ঘণ্টা অবস্থান করে চলে আসি। আজ বুধবার সন্ধ্যায় দেবাংসু হাওলাদারের মরদেহ বাড়িতে আসার কথা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।’
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণ ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আহত এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের কৃষ্ণভক্ত অমল্য হাওলাদারের ছেলে দেবাংসু হাওলাদার (কালু)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দশমিনায় উপজেলা রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় সম্প্রদায়ের ২৪ জন আহত হন। উভয় দলের ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়।
কৃষ্ণভক্ত আহত দেবাংসু হাওলাদারের অবস্থা গুরুতর হলে তাঁকে ১৮ জানুয়ারি ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরজ্ঞন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে ১৬ জানুয়ারি দশমিনা থানায় এজাহার দাখিল করেন। মামলায় ৪ নম্বর সাক্ষী ছিলেন দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদার দীর্ঘ সাত দিন চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে মারা যান।
ভবরজ্ঞন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ ও ১৫ জানুয়ারি মতুয়া সম্প্রদায় দফায় দফায় আমাদের কৃষ্ণভক্তদের ওপর হামলা ও আহত করে। এই ঘটনায় আমি বাদী হয়ে দশমিনা থানায় মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করি। ওই মামলার ৪ নম্বর সাক্ষী দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জানুয়ারি ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় দশমিনায় গ্রামের বাড়ি এসে পৌঁছাবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা কৃষ্ণভক্ত ভবরজ্ঞন আমাকে জানান। আমি দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা শুনে রাতে আউলিপুর গিয়াছিলাম, ২-৩ ঘণ্টা অবস্থান করে চলে আসি। আজ বুধবার সন্ধ্যায় দেবাংসু হাওলাদারের মরদেহ বাড়িতে আসার কথা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।’
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের। ডুবে আছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল। এতে স্থানীয় বাসিন্দাদের ঈদুল ফিতরের আনন্দ উধাও হয়ে গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিছট গ্রামে বেড়িবাঁধের প্রায় দেড় শ ফুট অংশ নদীগর্ভে বিল
৬ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গুরুতর আহত আরিফুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সোমবার বেলা ১টার দিকে মাধবখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আরিফুলের বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আরিফুলের পরিবার ও তাঁর ১০ মাসের ছেলেসন্ত
১২ মিনিট আগেঈদুল ফিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা
৩১ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। আজ রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে