নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীর মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের মারা যাওয়া তিনজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিজান হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম ও তাঁদের সাত বছর বয়সী শিশু লিমা আক্তারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পরিবেশ নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে।
এদিকে বিদ্যুতায়িতের ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছে মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইন হাওলাদার।
স্বজনেরা বলছেন, মা-বাবা ও আর বোন হারানো ছোট্ট হোসাইনের কান্না থামাতেই পারছেন না তাঁরা।
নিহত মিজানের বাবা নাসির হাওলাদার আজকের পত্রিকাকে জানান, ছেলে, ছেলের বউ আর নাতির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি।
এখন হোসাইন ছাড়া আর কেউ নেই তাঁদের। হোসাইন কিছুক্ষণ পরপর কান্না করছে। আর কান্না শুরু করলে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনোভাবেই থামানো যাচ্ছে না। তিনজনকে একসঙ্গে হারিয়ে কীভাবে এই পরিবার শোক কাটিয়ে উঠবে তা জানা নেই তাঁর।
এদিকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই অর্থসহায়তা দিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। মিরপুর-১ নম্বর সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইনকে তার দাদা নাসির হাওলাদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের মারা যাওয়া তিনজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিজান হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম ও তাঁদের সাত বছর বয়সী শিশু লিমা আক্তারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পরিবেশ নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে।
এদিকে বিদ্যুতায়িতের ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছে মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইন হাওলাদার।
স্বজনেরা বলছেন, মা-বাবা ও আর বোন হারানো ছোট্ট হোসাইনের কান্না থামাতেই পারছেন না তাঁরা।
নিহত মিজানের বাবা নাসির হাওলাদার আজকের পত্রিকাকে জানান, ছেলে, ছেলের বউ আর নাতির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি।
এখন হোসাইন ছাড়া আর কেউ নেই তাঁদের। হোসাইন কিছুক্ষণ পরপর কান্না করছে। আর কান্না শুরু করলে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনোভাবেই থামানো যাচ্ছে না। তিনজনকে একসঙ্গে হারিয়ে কীভাবে এই পরিবার শোক কাটিয়ে উঠবে তা জানা নেই তাঁর।
এদিকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই অর্থসহায়তা দিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। মিরপুর-১ নম্বর সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইনকে তার দাদা নাসির হাওলাদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩২ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে